দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলায় ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে টপকে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন।
এতদিন দেশের মাটিতে সর্বোচ্চ ৯৪টি টেস্ট খেলার রেকর্ডের মালিক ছিলেন টেন্ডুলকার। অবশ্য অবসর নেয়ার আগে মোট ২০০টি টেস্ট খেলেছেন ভারতীয় এ আইকন। তবে ভারতের বিপক্ষে ওভাল টেস্ট খেলতে নেমে টেন্ডুলকারকে ছাপিয়ে যান এন্ডারসন। দেশের মাটিতে ৯৫তম টেস্ট খেলতে নামেন তিনি।
এই রেকর্ডের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। দেশের মাটিতে ৯২টি টেস্ট খেলেছেন তিনি। দেশের মাটিতে ৮৯টি টেস্ট খেলার নজির আছে দুই সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহর। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান