রাজস্থান রয়্যালসকে ৪৬ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে টেবিলের শীর্ষে উঠলো দিল্লি ক্যাপিটালস। ৬ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে এখন দিল্লি। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রাজস্থান।
গতরাতে টুর্নামেন্টের ২২তম ম্যাচে টস জিতে প্রথমে বোলিংএ নেমে শুরুতেই দিল্লিকে চেপে ধরে রাজস্থান। দিল্লির দুই ওপেনার পৃথ্বী শকে ১৯ ও শিখর ধাওয়ানকে ৫ রানে ফিরিয়ে দেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার।
এরপর মিডল-অর্ডারে দুই ব্যাটসম্যান অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২২ ও উইকেটরক্ষক ঋসভ পান্থ ৫ রানে ফিরলে, চাপে পড়ে দিল্লি।
তবে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের ৩০ বলে ৪টি ছক্কায় ৩৯, ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ারের ২৪ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৪৫ ও অক্ষর প্যাটলের ৮ বলে ১৭ রানের সুবাদে বড় স্কোর পেয়ে যায় দিল্লি। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান করে তারা। রাজস্থানের আর্চার ২৪ রানে ৩ উইকেট নেন।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেয় রাজস্থানের ব্যাটসম্যানরা। দিল্লির বোলারদের বোলিং তোপে ১৩৮ রানেই গুটিয়ে যায় রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ছয় নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া। এছাড়া ওপেনার যশস্বী জয়সওয়াল ৩৪ রান ও অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ২৪ রান করেন।
রাজস্থানের দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৩টি, রবীচন্দ্রন অশ্বিন-স্টোয়িনিস ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অশ্বিন।