রাজধানীর কদমতলী এলাকায় এক টেলিভিশন উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া উপস্থাপিকার পাশাপাশি তিনি অভিনেত্রী হিসেবেও পরিচিত। এ অভিযোগে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।
বুধবার ১৬ আগস্ট রাতে এই অভিযোগে ওই উপস্থাপিকা কদমতলী থানায় এক যুবকের বিরুদ্ধে একটি মামলা (মামলা নম্বর-৩৪) করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ২ আগস্ট পূর্ব পরিচিত ওই যুবক রাজধানীর শনিরআখড়া (যাত্রাবাড়ী-গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ মাথা) এলাকার একটি বাসায় ডেকে নিয়ে উপস্থাপিকাকে ধর্ষণ করে। সেই ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে রাখা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ধর্ষণের অভিযোগে বুধবার রাতে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছি। আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
আজকের বাজার: আরআর/ ১৭ আগস্ট ২০১৭