টেলিভিশন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল (শুক্রবার) টেলিভিশন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের (টিপিএ) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩৪টি বেসরকারি টেলিভিশনের শীর্ষস্থানীয় প্রযোজক ও প্রযোজনা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় তারা সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভার শুরুতে একাত্তর টেলিভিশনের প্রয়াত প্রযোজক সঞ্জীব ভৌমিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন নাগরিক টিভির উষ্ণীষ চক্রবর্তী, সময় টিভির ইসরাফিল শাহীন, এনটিভির মৃণাল দত্ত, আরটিভির আমীর খসরু জাহিদুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির প্রযোজক রাশেদুল আহসান, শরীফ ইকবাল, এশিয়ান টিভির বাবুল আকতার, এসএ টিভির বিকাশ সরকার, কামরুজ্জামান রঞ্জু, আশরাফুজ্জামান, নিউজ টুয়েন্টিফোরের সাবেক নির্বাহী প্রযোজক মিরাজুল ইসলাম পলাশ, প্রযোজক ও নাট্যনির্মাতা দীপু হাজরা।
একুশে টেলিভিশনের মাসুমা লিসা, ফাতেমা শিলু, দুরন্ত টিভির আরাফাত সেতু, বাংলা টিভির হাসান রাজা শ্যামল, রনি, দীপ্ত টিভির পাভেল রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের শামীম আহসান, একাত্তর টিভির আরিফুর রহমান, নিউজ টুয়েন্টিফোরের মেহমুদ খোকন, এটিএন বাংলার প্রযোজক আলভী হায়াত রাজ, যমুনা টিভির প্রযোজক সরকার পাপ্পু, মাছরাঙ্গা টেলিভিশনের প্রযোজক মনিরুজ্জামান মনির, চ্যানেল নাইনের সাজ্জাদ শুভ, প্রযোজক অনুপম পাল, রকিব হোসেন সূর্য, প্রশান্ত দাশ কথা ও মাসুদুল হাসান রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা পরিচালনা করেন একুশে টেলিভিশনের প্রযোজক সোহাগ মাসুদ। অনুষ্ঠানে প্রত্যেকেই টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মান উন্নয়নে ও অনুষ্ঠানগুলোর সার্বিক উন্নতি নিয়ে আলোচনা করেন।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭