শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাঁচ পয়েন্ট বেড়েছে।
৬৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে সিরিজ শুরু করা বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৭৪। তবে, র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনও পরিবর্তন হয়নি টাইগারদের। অন্যদিকে, সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার।
১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়ার বর্তমান পয়েন্ট ৯৭। সিরিজ শেষে অস্ট্রেলিয়া অবস্থান করছে পঞ্চম অবস্থানে। চতুর্থ অবস্থানে উঠে গেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলেরই পয়েন্ট ৯৭ করে। তবে, দশমিক পয়েন্ট এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
গত ২৭ আগস্ট ঢাকায় শুরু হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ওই ম্যাচটি ২০ রানে জিতেছিল বাংলাদেশ। আর গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হয় দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটি সাত উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিং
দল পয়েন্ট
১. ভারত ১২৫
২. সাউথ আফ্রিকা ১১০
৩. ইংল্যান্ড ১০৫
৪. নিউজিল্যান্ড ৯৭
৫. অস্ট্রেলিয়া ৯৭
৬. পাকিস্তান ৯৩
৭. শ্রীলঙ্কা ৯০
৮. ওয়েস্ট ইন্ডিজ ৭৫
৯. বাংলাদেশ ৭৪
১০. জিম্বাবুয়ে ০০
আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭