প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাঁর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। টাইগাররা ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল বিজয়ের জন্য সকল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। ‘আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ নৈপুণ্যে জাতি গর্বিত।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান