টেস্টে টাইগার দলে চার নতুন মুখ

প্রথমবারের মতো টেস্ট খেলার ডাক পেলেন চার টাইগার ক্রিকেটার। ক্রিকেটের লংগার ভার্সনে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ও মো. মিথুন। এই চার নতুন মুখ নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ের বিপক্ষেও টাইগারদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজের জন্য সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়নি কাউকে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জোর সম্ভাবনা ছিলো সৌম্য সঅন্তর্ভুক্তি। তবে চলতি এনসিএলে অসাধারণ পারফর্ম করলেও, নির্বাচকদের ভরসা পাননি সৌম্য।

জায়গা হয়নি ডানহাতি পেসার রুবেল হোসেনেরও। তার জায়গায় দীর্ঘদিন পর শফিউল ইসলামের ওপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট। সঙ্গে থাকছেন মুস্তাফিজ, খালেদ ও অলরাউন্ডার আরিফুল। আর স্পিনে থাকছেন মিরাজ-তাইজুল-নাজমুল।

টাইগার টেস্ট স্কোয়াডমাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।

আজকের বাজার/এমএইচ