টেস্টে নতুন মুখ নাঈম হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নাঈম হাসান। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী।

তরুণ অফ স্পিনার নাঈমের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, আমাদেরকে আরেকজন অফ স্পিনার দরকার ছিল। সে প্রতিভাবান, জাতীয় দলে আশা করি ভালো করতে পারবে।

১৭ বছর বয়সী এই অফ স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন।

এদিকে কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে খেলার পর দলে ফিরেছেন মোসাদ্দেক । চোখের সংক্রমণের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি।

এছাড়া রাব্বী ফিরেছেন ৯ মাস পর। গত বছর ফেব্রুয়ারিতে শেষবার খেলেছেন ভারতের বিপক্ষে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে থাকলেও খেলা হয়নি।

এদের বিষয়ে নান্নু বলেন, মোসাদ্দেক মাঝে চোখের সংক্রমণে ছিল। খেলতে সমস্যা হচ্ছিল এখন মনে করছি সে পুরোপুরি ফিট। তার ফিটনেস রিপোর্ট দেখে মনে হয়েছে খেলতে পারবে। যেহেতু দেশের মাঠে খেলা, পুরোনো বলে ভালো করার সামর্থ্য আছে বলেই রাব্বীকে নেয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে আগামী শুরু ৩১ জানুয়ারি শুরু হবে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও নাঈম হাসান।