বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০১৯ সালে ৫টি টেস্ট, ১৮টি ওয়ানডে আর ৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। সবশেষ ভারত সফরের তিনটি টি-টুয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা।
এছাড়া লাল সবুজের প্রতিনিধিরা এ বছরই খেলেছে ওয়ানডে বিশ্বকাপ।
এ বছর পাঁচ টেস্টে বাংলাদেশের জয় নেই কোনো ম্যাচে। ১৮ ওয়ানডেতে বাংলাদেশের জয় ৭টিতে। আর টি-টুয়েন্টি ফরম্যাটে সাত ম্যাচের ৪টিতে জিতেছে লাল-সবুজরা।
ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডেতে মুশফিকুর রহীম আর টি-টুয়েন্টিতেও মাহমুদউল্লাহ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন।
বাংলাদেশের ৫ টেস্টের সবগুলোতেই খেলেছেন মাহমুদউল্লাহ। ১০ ইনিংসে করেছেন ৩৩২ রান। যেখানে একটি সেঞ্চুরি আর একটি ফিফটি। ব্যাটিং গড় ৩৬.৮৮, ইনিংস সর্বোচ্চ ১৪৬ রান।
এই তালিকায় দুইয়ে থাকা তামিম ইকবাল খেলেছেন দুই ম্যাচ। দুই টেস্টে চার ইনিংসে ব্যাট করে এই ওপেনার করেছেন ২৭৮ রান। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি ফিফটির ইনিংস। সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস আছে তামিমের, ব্যাটিং গড় ৬৯.৫০।
তালিকায় তিনে থাকা সৌম্য সরকার করেছেন ৬ ইনিংসে ২৮.৩৩ গড়ে ২৩০ রান। ১৪৯ রানের ইনিংসও খেলেছেন তিনি। মুশফিক আছেন চার নম্বরে।
আজকের বাজার/আরিফ