অজি পেসারদের সামনে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ৮৮ বছরের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অলআউট হয়েছে বিরাট কোহলির দল।
২য় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় ভারত। যদিও স্কোর ৩৬/৯। শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সামি ইনজুর্ড হলে মাঠ ছাড়তে বাধ্য হয় ভারত। ভারতীয় ব্যাটসম্যানরা কেউ ১০ পার হতে পারেনি। তাদের স্কোর ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১।
১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং নাইটওয়াচম্যান জাসপ্রিত বুমরাহ ক্রিজে ছিলেন। দলীয় ১৫ রানের মাথায় জাসপ্রিত বুমরাহর উইকেট তুলে নেন প্যাট কামিন্স। তৃতীয় উইকেটে ২০ বল টিকলেও কোনো রান নিতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল আর চেতেশ্বর পুজারা প্রায় । কামিন্সের দুর্দান্ত এক ডেলিভারি পুজারার ব্যাট স্পর্শ করে জমা পড়ে টিম পেইনের গ্লাভসে। একে একে ভেঙ্গে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।
প্যাট কামিন্স ৪টি ও ৮ রানে ৫ উইকেট তুলে নেন হ্যাজালউড। জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট ৯০।