দিন বদলের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তন এসেছে ক্রিকেটে। ক্রিকেটের নিয়ম-নীতি পরিবর্তনের সঙ্গে ক্রিকেটে যুক্ত হয়েছে টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত সংস্করণও। এবার ১৪২ বছরের প্রথা ভেঙে টেস্ট ক্রিকেটের জার্সিতে আসছে পরিবর্তনের ছোঁয়া। এখন থেকে টেস্ট ক্রিকেটের জার্সির পেছনে খেলোয়াড়দের নাম ও নম্বর লেখা থাকবে।
অনেকেই হয়তো জানেন না, একটা সময় ৫০ ওভারের ক্রিকেটও সাদা পোশাক পরেই খেলতেন ক্রিকেটাররা। তারপর বড় পরিবর্তন আসে ওয়ানডে ক্রিকেটের জার্সিতে। সীমিত ওভারের ক্রিকেটে এই প্রথা অনেক আগে থেকেই চালু হলেও এতদিনে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটতে চলেছে। ইংল্যান্ড দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এর মধ্যেই দলের অধিনায়ক জো রুটের নতুন জার্সি পরা ছবি দিয়ে ক্যাপশনে বলা হয়েছে, 'টেস্ট শার্টের পিছনে নাম ও নম্বর।'
আজকের বাজার/লুৎফর রহমান