ওয়ানডেতে ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক উন্নতির ছাপ অনেক আগেই পড়েছে র্যাঙ্কিংয়ে। সাদা পোশাকেও বাংলাদেশ ধারাবাহিক পারফর্ম করতে শুরু করেছে বেশ কিছু দিন। ঘরের মাঠে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে হারানো, শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হারিয়ে দেওয়া, এর সবই উন্নতির প্রমাণ। যার ছাপ পড়তে চলেছে এখন টেস্ট র্যাঙ্কিংয়েও। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ মাঠে নামবে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে উঠার হাতছানি নিয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে টেস্ট র্যাঙ্কিংয়ে টাইগারদের নয় নম্বরে অবস্থান ৭২ রেটিং পয়েন্ট নিয়ে। টাইগারদের সমান রেটিং পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্ট জিতলে এমনকি অন্তত ড্র করলেই আটে উঠে আসবে বাংলাদেশ। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নয় নম্বরে চলে যেতে হবে ক্যারিবিয়দের।
মিরপুর টেস্ট জিতলে ৬ রেটিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের পাশে। ড্র করলে পাবে ২ রেটিং পয়েন্ট। হারলে অবশ্য ১ পয়েন্ট কমবে।
সেক্ষেত্রে নয় নম্বরেই পরে থাকতে হবে বাংলাদেশকে। তবে চট্টগ্রাম টেস্ট ড্র করার পর পয়মন্ত মিরপুরে জয় পাবে বাংলাদেশ এমনটাই আশা সবার।
যদিও বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ র্যাঙ্কিং ভাবনা মাথায় না নেওয়ার কথাই জানিয়ে গেছেন।
টাইগারদের বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং সাত। সেরা আটে থেকে গেল বছর বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে বাংলাদেশ।
২০১৯ বিশ্বকাপও খেলবে সরাসরি। টি-টুয়েন্টিতে বাংলাদেশের র্যাঙ্কিং অবশ্য দশম। আফগানিস্তানও সেখানে বাংলাদেশের চেয়ে এগিয়ে।
আজকের বাজার: সালি / ০৭ ফেব্রুয়ারি ২০১৮