২৯ অক্টোবর, ২০১৯- সাকিব আল হাসানের ওপর যখন আইসিসির নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তখন আইসিসির অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আল হাসান ছিলেন-
ওয়ানডেতে- ১ নম্বর
টি-টোয়েন্টিতে- ২ নম্বর
টেস্টে- ৩ নম্বর
সাকিব আল হাসান নিষিদ্ধ হবার পর আইসিসি টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ে হালনাগাদ করেছিলো গতকাল (১১ নভেম্বর)। তাতে দেখা গিয়েছিলো ১ নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি, দুই নম্বরে আছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চার নম্বরে বাংলাদেশের নয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেরা দশে তো বটেই, সেরা একশতেও সাকিবের নাম ছিলো না।
আজ আবার আইসিসি আলনাগাদ করেছে ওয়ানডে র্যাংকিং। যেখানে আগে শীর্ষে থাকা সাকিব নেই কোনখানে। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩০৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। ৩ নম্বরে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের রেটিং পয়েন্ট ২৯৫। চারে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস (২৬৭), পাঁচে আছেন আফগানিস্তানের রাশিদ খান (২৬৩)।
বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে আছেন মেহেদী হাসান মিরাজ। ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছেন তিনি।
আইসিসি টেস্ট র্যাংকিং হালনাগাদ করবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোলকাতা টেস্ট শেষ হবার পর। এখন পর্যন্ত অলরাউন্ডারের র্যাংকিংয়ে তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের নাম তখন মুছে যাবে সেখান থেকেও।
উল্লেখ্য, আইসিসি কর্তৃক কোন ক্রিকেটার নিষিদ্ধ থাকলে তিনি র্যাংকিংয়ে অন্তর্ভূক্ত হতে পারেন না। নিষেধাজ্ঞা আরোপের পরবর্তী হালনাগাদেই বিবেচনার বাইরে চলে যান নিষিদ্ধ ক্রিকেটার।
আজকের বাজার/আরিফ