টোকিও’র কাছের এক ক্রসিংয়ে বৃহস্পতিবার ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। উদ্ধার কর্মীরা একথা জানান। খবর বাসস।
ইকোহামা স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘এ দুর্ঘটনায় আমরা ৩০ জন আহত হওয়ার কথা জেনেছি। তবে তাদের অবস্থা কেমন সে ব্যাপারে বিস্তারিত কিছু আমরা এখন নিশ্চিত করতে পারছি না।’
টেলিভিশনের ভিডিও ফুটেজে ট্রেনটির প্রথম বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া ট্রেনটির জানালার কাচ ভাঙ্গা এবং কিছু অংশ পুড়ে যাওয়া দেখা যাচ্ছে।
ট্রেনটির অপারেটর কেইকিয়ু কর্পোরেশন জানায়, এ দুর্ঘটনায় ‘অনেক লোক’ আহত হয়েছে।
কেইকিয়ু মুখপাত্র তাকুরো সেকিন ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, টোকিও’র দক্ষিণে একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আজকের বাজার/লুৎফর রহমান