ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) একটি প্রতিনিধি দল টোকিও’র উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ১০তম আইসিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ মিটিং এবং ৪র্থ এশিয়া প্যাসিফিক সিইও ফোরামে যোগদানের জন্য এই সফর। ৮-৯ মার্চ সভা দুটি অনুষ্ঠিত হবে।
সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি লতিফুর রহমান এবং সেক্রেটারী জেনারেল আতাউর রহমান এই প্রতিনিধি দলে রয়েছেন।
আইসিসি এশিয়া প্যাসিফিক সিইও ফোরামে গোটা বিশ্ব এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে দু’শতাধিক প্রধান নির্বাহী কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থাসমূহের নেতৃবৃন্দ, জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীবর্গ যোগ দেবেন। এর মধ্যে রয়েছে ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল পলম্যান, আইসিসির প্রথম ভাইস চেয়ার জন ডব্লিউ এইচ ডেন্টন, আইসিসির ভাইস চেয়ার ক্যারিয়েন ভ্যান গ্যানিপ, আইসিসি এশিয়া প্যসিফিক সিইও ফোরামের আইসিসি টাস্ক ফোর্সের চেয়ার রাঘু মোদি, আইসিসির সেক্রেটারী জেনারেল জন ডেনিলোভিচ, কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট জেমাল ইনাইশিলি, ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুজিরো উরাটা, আইসিসি জাপানের সভাপতি মিকিও সাসাকী এবং জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আকিও মিমুরা।