টোগোর উত্তরাঞ্চলে হামলার পর জরুরি অবস্থা ঘোষণা

টোগো সরকার দেশটির উত্তরের সীমান্ত অঞ্চলে সোমবার ‘জরুরি নিরাপত্তা অবস্থা’ ঘোষণা করেছে। এ অঞ্চলে জিহাদিদের হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আরও সুবিধা দিতে সেখানে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
বুরকিনা ফাসো সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় একটি শহরে মে মাসে চালানো হামলায় টোগোর আট নাগরিক নিহত হন। মালি ভিত্তিক আল-কায়েদা জঙ্গি গ্রুপ এ হামলার দায় স্বীকার করে।
সাহেল অঞ্চলের দেশগুলোতে সক্রিয় জিহাদি গ্রুপ উপকূলীয় পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্ট, ঘানা, বেনিন ও টোগোতে হামলা জোরদার করছে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সরকার জানায়, টোগোর সোবানাহ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আর এ অঞ্চলে দেশের একেবারে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো অবস্থিত।