ট্যাক্স পরিকল্পনা প্রস্তাব:৫.৮ লাখ কোটি ডলারে প্রশ্নের মুখে ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক খাতের জন্য নতুন ট্যাক্স পরিকল্পনা প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত ট্যাক্স পরিকল্পনা অধিকাংশ মার্কিনীর জন্য সুবিধাজনক হলেও এতে কয়েক লাখ কোটি ডলারের বাজেট ঘাটতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাস সংস্থা এপির খবরে বলা হচ্ছে, ট্রাম্প ট্যাক্স কমানোর যে প্রস্তাব দিয়েছেন তাতে ৫.৮ ট্রিলিয়ন বা ৫ লাখ ৮০ হাজার কোটি ডলারের মতো ঘাটতি হতে পারে। এখন প্রশ্ন- এই অর্থ কোথা থেকে আসবে; ট্রাম্পই বা তা কিভাবে পূরণ করবেন?

স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতারা নতুন পরিকল্পনার ঘোষণা দেন। ওই পরিকল্পনায় কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়। এছাড়া অন্যান্য ট্যাক্সের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়।

ট্রাম্প বলেন, এ ট্যাক্স নীতিতে যুক্তরাষ্ট্রের যুগান্তকারী পরিবর্তন ঘটবে। এতে মধ্য শ্রেণির মানুষ উপকৃত হবেন।

তবে ডেমোক্রেট নেতারা এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। তারা বলছেন, এ ট্যাক্স পরিকল্পনা ধনীদের জন্য, গরীব বা মধ্য শ্রেণির জন্য নয়।

রিপাবলিকান নেতারা অবশ্য কিভাবে এ ঘাটতি তুলবে তা সম্পর্কে বিস্তারিত জানায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের ট্যাক্স পরিকল্পনার মধ্যে রয়েছে-

১. কর্পোরেট রেট ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হবে।

২. বিদেশ থেকে আসা মুনাফায় ট্যাক্স পরিবর্তন আনা হবে।

৩. ব্যক্তি ও পরিবারের ক্ষেত্রে ট্যাক্স কমবে।

কমিটি ফর রিসপনসিবল ফেডারেল বাজেট ও কিছু প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত ট্যাক্স পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ বছরে ট্রাম্পকে ৫.৮ ট্রিলিয়ন বা ৫ লাখ ৮০ হাজার কোটি ডলারের প্রশ্নের মুখে পড়তে হবে।

এপির খবরে বলা হয়, বিশ্লেষকরা বলছেন, যে ঘাটতি হবে তা অবশ্যই সরকারকে মেটাতে হবে। এতে করে ঋণের হার আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে।

আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭