এপ্রিল, ১৮, ২০১৭: আজকের বাজারঃ রাজধানীর হাজারীবাগের ট্যানারিতে কর্মরত শ্রমিকদের চাকরি বহালের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এছাড়া মালিকদের সঙ্গে শ্রমিকদের দ্বি-পাক্ষিক চুক্তি বাস্তবায়নের দাবিও জানান তারা।
মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে ট্যানারি শ্রমিকদের পূর্ব ঘোষিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, হাজারীবাাগের ট্যানারিগুলোতে শ্রমিকরা দীর্ঘদিন কাজ করছে। কিন্তু কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। তাই মালিক-শ্রমিকদের দ্বি-পাক্ষিক চুক্তি করা হয়েছে। চুক্তির আওতায় শ্রমিকদের চাকরির প্রত্যয়নপত্র দেওয়ার কথা। ২০১৬ সালে এ চুক্তি হয়েছে। এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন অনেক মালিক প্রত্যয়নপত্র দিতে গড়িমসি করছে। সব ট্যানারি শ্রমিকদের প্রত্যয়নপত্র দেওয়ার দাবি জানান তারা। তা না হলে ট্যানারি ঘেরাওয়ের হুমকিও দেয় তারা।
শ্রমিক নেতারা বলেন, ট্যানারি শিল্প দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। মালিক-শ্রমিক যৌথভাবে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলন বাধাগ্রস্ত করতে কিছু মালিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ সময় শ্রমিক নেতারা সাভারে চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থান, ৫০০ শয্যা হাসপাতালসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানায় তারা।
একইসঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী, ১৫ দিনের মধ্যে সাভারের চামডা শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগসহ অবকাঠামো নিশ্চয়তার দাবি করেন। এসব দাবী পূরণ না হলে শিল্প মন্ত্রণালয়, বিসিক ও পরিবেশ অধিদপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ার দেয় ট্যানারির শ্রমিকরা।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মালেক, ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ আরো অনেকে।
আজকের বাজারঃএলকে/এলকে/১৮-০৪-২০৭