বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮ খসড়ার নীতিগত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। আইনটি আরও যাচাই- বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে।
সোমবার (৪ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায়এ সিদ্ধান্তেওয়া হয়।
সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।
তিনি জানান, মন্ত্রিসভা বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮ খসড়ার নীতিগত অনুমোদন দেয়নি। এটি আরও যাচাই-বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সদস্যরা হলেন বাণিজ্য সচিব, অর্থ সচিব, শিল্প সচিব, এনবিআর চেয়ারম্যান। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সদস্য সচিব ও সাচিবিক দায়িত্ব পালন করবেন।
রাসেল/