ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও জিতে দুটি ট্রফি নিয়ে দেশে ফিরেছেন সাকিবরা।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় জাতীয় ক্রিকেট দল।
সাকিবসহ ৯ জন ফিরেছেন। চার সিনিয়র ক্রিকেটার- মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল দলের সঙ্গে ফেরেননি। এছাড়া সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে গেছেন আয়ারল্যান্ডে।
এবার দারুণ সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি, টি-টোয়েন্টি সিরিজও জেতে নেয় টাইগাররা। তবে সফরের শুরুতে টেস্টে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল।
আজকের বাজার/একেএ