ট্রাকচাপায় ছাগলের মৃত্যু, পিটিয়ে চালককে হত্যা

রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকচাপায় দুটি ছাগলের মৃত্যুর ঘটনায় ১৬ কিলোমিটার ধাওয়া করে চালককে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। নিহত আবু তালেব (৩৩) পুঠিয়ার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগমারার ভবানীগঞ্জ শিবজাইট এলাকায় স্থানীয় গোলাম মোস্তফার দুটি ছাগল তালেবের ট্রাকের নিচে পড়ে মারা যায়। এ ঘটনায় ছাগলের মালিক মোস্তফা ১০-১৫টি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করেন। অন্তত ১৬ কিলোমিটার পথ ধাওয়া করে তারা রাত সোয়া ৮টার দিকে পুঠিয়ার বাসুপাড়ায় এসে ট্রাকচালক তালেবকে আটক করেন এবং তাকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয়রা আহত তালেবকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান