কক্সবাজার সদর উপজেলায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বৃদ্ধ আবুল বশর (৮৫) ও স্থানীয় খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফাহাদ (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা আড়াইটার দিকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিহত দুজন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুজনকে নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ঘটনার ৩০ মিনিট পর ক্রেন দিয়ে ডাম্পারটি উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় নিচে পড়ে থাকা আরও কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বেপরোয়া গতির ডাম্পারটি চালাচ্ছিল হেলপার। এই ডাম্পারের মালিক বহুল আলোচিত ও সমালোচিত আওয়ামী মোটর চালকলীগের নেতা দিদার।
কক্সবাজার সদর মডেল থানার (ওসি তদন্ত) খাইরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ