দিনাজপুরের ট্রাকচাপায় এক ফায়ারসার্ভিস কর্মীর একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। এ সময় তার অন্য পাটিও থেঁতলে যায়। পা হারানো ফায়ারসার্ভিস কর্মীর নাম ফয়জার রহমান (২৬)। একই ঘটনায় তার ভাই আফজাল হোসেনের পায়েও গুরুতর জখম হয়েছে।
বুধবার (০৯ মে) দিবাগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ফয়জার ও আফজাল চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে রংপুর থেকে মালবাহী ট্রাক দিনাজপুরে যাচ্ছিল। পথে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
রাসেল/