ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় আলী হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৩ নভেম্বর সন্ধ্যায় দাশুড়িয়া-ঈশ্বরদী সড়কের আড়নখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার ভাড়ইমারী গ্রামের শুকুর আলীর ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমদ্দিন জানান, ঈশ্বরদী থেকে নিহত আলী হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭