রাঙ্গামাটি জেলার ঘাগড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
নিহত এশিচিং মারমা (২০) রাঙ্গামাটি সরকারী কলেজের বিএসএস (অনার্স) এর শিক্ষার্থী। আহত চারজন হলেন সিএনজি অটোরিকশা চালক দুলাল (৫৫), আকতার বেগম (৪০), তানভীর (২) এবং শিলমনি (২৫)।
স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানীর হাট থেকে সিএনজি অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে রাঙ্গামাটি শহরে আসার সময় ঘাগড়ার কলা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।খবর ইউএনবি।
আজকের বাজার/লুৎফর রহমান