চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপ সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার বিকেলে মহানগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকার ষোলশহর মেয়র গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাসুদুর রহমান (৫০) চট্টগ্রাম নবম এপিবিএনে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এএসআই মো.মাসুদুর রহমান গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান