ট্রাকের ধাক্কায় নিহত ২

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা মা-মেয়ে নিহত হবার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান জানান, সকাল ৯টার দিকে উপজেলার জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে পণ্যবাহী একটি ট্রাক ওই ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যান আরোহী মা ও মেয়ে মৃত্যু হয়।

আজকের বাজার/লুৎফর রহমান