চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কুমিরা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচা মরিচবোঝাই একটি পিকআপকে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ।
আজকের বাজার/এমএইচ