ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আরিফ (৪৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২জন। নিহত আরিফের বাড়ি টাঙ্গাইলে।

বুধবার (২৩ মে) দিবাগত রাত ২টায় ফৌজদারহাট জলিল টেক্সটাইল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চালকের দুই সহকারী ফয়সাল ও হাসান।  তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক আহম্মদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতে পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৫-১২১৮) সামনের দুটি চাকা ছিদ্র হয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।

তিনি আরও বলেন, ‘এ সময় চালকের দুই সহকারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রাসেল/