নওগাঁর-রাজশাহী মহাসড়কের মান্দার ফেরিঘাট এলাকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী মারা গেছেন।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মান্দা উপজেলার ঘাটকৈ এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন (৪৫) ও রফিকুল ইসলাম (৩৬)।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মান্দা থানার এসআই আমিনুল জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে স্থানীয় কয়েকজন নওগাঁ শহরে যাচ্ছিল। পথে ফেরিঘাট এলাকায় নওগাঁ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে চাপা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রফিক ও জয়নাল। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ