নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার সকালে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রংপুর জেলার পিকআপ ভ্যানচালক চাঁন মিয়া (২৮), চালকের সহকারী যশোরের কেশবপুর উপজেলার ভাঙ্গারখোলা গ্রামের হাবিবুর রহমান (৩০) ও একই এলাকার মুরগি ব্যবসায়ী জিল্লুর রহমান।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, যশোরের কেশবপুর থেকে ছেড়ে আসা মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি ঢাকায় যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুরগি ব্যবসায়ী জিল্লুর ও চালকের সহকারী হাবিবুর নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় চালক চাঁন মিয়াকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।