রাজধানীর দনিয়া এলাকায় ট্রাকের নিচে চাপা পড়া বিক্ষোভকারী শিক্ষার্থীটি বেঁচে আছে। স্থানীয় প্রোঅ্যাকটিভ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম ফয়সাল বলে জানা গেছে।
প্রোঅ্যাকটিভ হাসপাতালের গ্রাহক সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম চিকিৎসকের বরাত দিয়ে জানান, ছেলেটি পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ফয়সাল নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী। নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতেই যে যাত্রাবাড়ী এলাকায় আসে।
এর আগে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় শিক্ষার্থীদের অবরোধের সময় ফয়সালকে চাপা দেয় একটি ট্রাক। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহন আটকে তাদের লাইসেন্স পরীক্ষা করছিল।
ওই ট্রাককেও একই উদ্দেশ্যে আটকানোর চেষ্টা করলে সামনে দাঁড়ানো নিমেষেই ফয়সালকে পিষে চলে যায় ট্রাকটি। মুহূর্তেই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমএইচ