ট্রাফিক সিগনালে আপনার পাশে যদি চার পায়ের কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তো কী করবেন? অথবা যদি দেখেন, ঠিক আপনার মতো করেই ট্রাফিক আইন মেনে চলছে গরু, সেক্ষেত্রেই বা কী করবেন? কি অবাক লাগছে শুনতে? ভাবছেন তো, যতসব আজেবাজে কথা।
বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন প্রীতি জিনটা। বলিউড অভিনেত্রীর শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যায়, ট্রাফিক সিগনালে মানুষের পাশাপাশি আটকে পড়েছে একটি গরুও। শুধু তাই নয়, নির্দিষ্ট আইন মেনেই সিগন্যালের থেকে সমদূরত্ব বজায় রেখে গরুটি দাঁড়িয়ে রয়েছে। বলিউড অভিনেত্রীর ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আজকের বাজার/লুৎফর রহমান