যা পরিস্থিতি তাতে আরও চার বছর ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট রূপে মেনে নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। একথা জানান, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন৷ তিনি রবিবার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
হিলারির বক্তব্য, চলতি বছরের শেষে দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে জিততেই হবে। আগামী নভেম্বরে আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই বিষয়ে তাঁর অভিমত নেওয়া হচ্ছিল ওই সাক্ষাৎকারে৷ সেই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হিলারি জানান, ওই নির্বাচনে ট্রাম্প ফের বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা রীতিমতো হুমকির মুখে পড়বে। তাই ডেমোক্র্যাট প্রার্থীকে আসন্ন নির্বাচনে জেতানোর জন্য তিনি চেষ্টা চালাবেন বলেই মন্তব্য করেন হিলারি ক্লিন্টন।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি আরও জানান, তাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি চেষ্টা চালাতে হবে। কারণ, ক্ষমতা থাকার দরুন রিপাবলিকানরা অনেক বেশি সুসংগঠিত এবং তাদের অর্থের উৎস অনেক বেশি। এমনকি তারা বিদেশ থেকেও অর্থ সংগ্রহ করে। হিলারির অভিমত, রিপাবলিকানরা তাঁদের চলার পথে যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন সেটা অতিক্রম করেই ডোমোক্র্যাটদের এগোতে হবে৷
২০১৬ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের ২০ জানুয়ারি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে জনগণের প্রতিবাদ মিছিলের মধ্যেই শপথ গ্রহণ করেন ট্রাম্প। তখন শপথ গ্রহণের অনুষ্ঠান থেকেই প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করতে হয়েছিল।শুধু তাই নয় ট্রাম ক্ষমতা আসা পর থেকে নানা ভাবে বিতর্কে জড়িয়েছেন৷
আজকের বাজার/লুৎফর রহমান