যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রাইমারি পর্বে পুনরায় সাফল্যের মুখ দেখলেন জো বাইডেন৷ পূর্বাভাষ অনুযায়ী বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে জয়যাত্রা জারি রেখেছেন এই নেতা৷ এছাড়া এর মাধ্যমে চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জের দৌড়ে আরো এগিয়ে গিয়েছেন দেশটির সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। মঙ্গলবার ৬টি রাজ্যে ভোটগ্রহণের পর বাইডেনের জয়যাত্রা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই বলেও ধারণা করা হচ্ছে৷ বিশেষ করে মিশিগান রাজ্যে ভোটের বিচারে বাইডিনের জয়ের পর ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের পথে কার্যত আর কোনো বাধা নেই৷
মিসিসিপি ও মিসৌরি রাজ্যেও শীর্ষে রয়েছেন বাইডেন৷ তবে বাকি রাজ্যগুলোর চিত্র এখনো স্পষ্ট নয়৷ নর্থ ডাকোটা ও ওয়াশিংটন রাজ্যে বার্নি স্যান্ডার্স জয়লাভ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷
মঙ্গলবার বাইডেন এক ভাষণে বলেন, এক সপ্তাহ আগেও তার প্রার্থিতা নিয়ে অনেক বিশেষজ্ঞ ঘোর সংশয় প্রকাশ করেছেন৷ উল্লেখ্য, গত সপ্তাহে ‘সুপার টিউজডে’ প্রাইমারি পর্বে বাইডেন ১৪টির মধ্যে ৬টি রাজ্যে জয়লাভ করে অতীতের ব্যর্থতা মুছে ফেলেন৷ ফলে বার্নি স্যান্ডার্স ছাড়া দলের সব অবশিষ্ট প্রার্থী আসর ছেড়ে বিদায় নিয়েছেন৷
মিশিগান রাজ্যে পরাজয় মেনে নিলে বার্নি স্যান্ডার্সের পক্ষে মনোনয়নের দৌড়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে উঠবে৷ প্রথম দিকে নিজের জয়যাত্রা নিশ্চিত করতে পারলেও সুপার টিউজডে পর্বের পর পিছিয়ে পড়েছেন তিনি।
জানা গেছে, বাইডেনের আকস্মিক সাফল্যের পেছনে কৃষ্ণাঙ্গ ভোটারদের পাশাপাশি মধ্যপন্থি ভোটারদের সমর্থন কাজ করছে৷ অন্যদিকে স্যান্ডার্স সমাজতন্ত্র-ঘেষা, বামপন্থি ও প্রগতিশীল সংস্কারের প্রস্তাব সামনে রেখে কিছু সমর্থককে উদ্বুদ্ধ করতে পেরেছেন৷ এছাড়া দেশের স্বাস্থ্য পরিষেবা কাঠামোর ব্যাপক সংস্কার, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব রুখতে সাহসি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন তিনি৷
স্যান্ডার্সের ব্যর্থতা সত্ত্বেও প্রাইমারি পর্বে টিকে থাকলে দুই প্রার্থীর মধ্যে কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে৷ সে ক্ষেত্রে জুলাই মাসে ডেমোক্র্যাটিক দলের সম্মেলনে ডেলিগেটরা সংকটের মুখে পড়তে পারেন৷
এসব কিছুর মাঝে করোনাভাইরাসের আতঙ্কের কারণে বেশ কিছু জনসভা বাতিল করতে হয়েছেন এই দুই প্রার্থী। পরিস্থিতির উন্নতি না হলে তাদের পক্ষে প্রচার অভিযান চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে উঠবে৷
পরবর্তী পর্যায়ে ভোটগ্রহণ পর্বে আগামী ১৫ই মার্চ দুই প্রার্থীর মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে৷ সূত্র- ডয়চে ভেলে
আজকের বাজার/শারমিন