ফের মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার। দু’দুটি মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। মূলত মিডিয়াম রেঞ্জের দুটি মিসাইল ছুঁড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘থ্যাংকসগিভিং ডে’র বার্তা দিল কিম জং উন।
থমকে থাকা পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় নমনীয়তা দেখাতে আমেরিকাকে বছরের শেষ পর্যন্ত সময়সীমা দিয়েছে উত্তর কোরিয়া। ‘থ্যাংসগিভিং ডে’ তে একের পর এক মিসাইল ছুঁড়ে সে কথাই ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিল পিয়ংইয়ং।
আমেরিকাতে গতকাল বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে’র বিশেষ দিবস পালনের সময়ই উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের সাগরে দুটো স্বল্প পাল্লার প্রজেক্টাইল ছুঁড়ে পরীক্ষা চালায়।
এটি উত্তর কোরিয়ার নতুন ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট-লাঞ্চার’ এর চতুর্থ পরীক্ষা বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। তাদের হিসাবমতে, নতুন স্বল্প পাল্লার কেএন-২৫ ক্ষেপণাস্ত্র দুটো ৯৭ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল) পথ অতিক্রম করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান