ট্রাম্পকে নিয়ে জাতিসংঘে হাসাহাসি (ভিডিও)

এবার হাসির পাত্র হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর কথা শুনে সবাইকে হাসতে দেখে অস্বস্তিতে পড়ে যান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

গতকাল মঙ্গলবার ভাষণের একপর্যায়ে ট্রাম্প বলেন,মাত্র দুই বছর আগে ক্ষমতা গ্রহণের পর তার প্রশাসন যা অর্জন করেছে,আমেরিকার ইতিহাসে এর আগে কোনো প্রশাসনের পক্ষে তা সম্ভব হয়নি।’ ট্রাম্প প্রবল গাম্ভীর্যের সঙ্গে টেলিপ্রম্পটার দেখে তার কথাগুলো বলেন।

ট্রাম্প হয়তো ভেবেছিলেন, তার দলের সমর্থকদের মতো কড়া তালির সঙ্গে বিশ্বনেতাদের কাছ থেকে বাহবা পাবেন। তবে গতকাল তার বক্তব্যে জাতিসংঘে বিশ্বনেতৃবৃন্দের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। উপস্থিত বেশিরভাগ নেতাই ট্রাম্পের বক্তব্য শুনে সশব্দে হেসে ওঠেন, কেউ কেউ মুখ টিপে হাসেন। এতে বিব্রত হয়ে পড়েন ট্রাম্প। মুখে সামান্য হাসি নিয়ে তিনি বলেন, ‘আমি এই প্রতিক্রিয়া আশা করিনি।’ সূত্র :আল জাজিরা

আজকের বাজার/এমএইচ