নিজেই অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার নিজেই সেই নিষেধাজ্ঞা ভেঙে মিসাইল পরীক্ষার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। নতুন বছরের শুরুতেই সেকথা জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি কোন এক নতুন ধরনের কৌশলগত অস্ত্র দেখতে পাবে গোটা বিশ্ব। তবে আলোচনার দ্বারও খোলা রেখে কিম বলেছেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা নির্ভর করবে আমেরিকার আচরণের উপর।”
আমেরিকার সঙ্গে আলোচনা চলাকালীন কিম নিজেই একতরফাভাবে পারমাণবিক ও দূরপাল্লার মিসাইল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেন। এরপর দু’বছরেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া দূরপাল্লার আর কোন মিসাইল পরীক্ষা চালায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অগ্রগতি উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে, এমন আশা থেকেই নেতা কিম জং উন অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ওই ঘোষণা করেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত বদলাচ্ছেন তিনি।
ট্রাম্প তিনবার বৈঠক করেছেন কিমের সঙ্গে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সংযত থাকার পদক্ষেপকেও বড় ধরনের কূটনৈতিক অর্জন বলে ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছেন। কিন্তু উত্তর কোরিয়া পুরোপুরি পারমাণবিক কর্মসূচী বাদ না দেওয়া পর্যন্ত তিনি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হননি।
উত্তর কোরিয়া নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু ছাড় দেওয়ার জন্য আমেরিকাকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও কোনও ফল হয়নি। দু’পক্ষের মধ্যে শুরু হওয়া অগ্রগতিও তাই থমকে থেকেছে।
১ জানুয়ারিতেই উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে কিম জানালেন,“স্বঘোষিত নিষেধাজ্ঞা মানতে আর বাধ্য নয় উত্তর কোরিয়া। শিগগিরই আবার এ ধরনের পরীক্ষা চলবে। কারণ, আমেরিকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে আর নিষেধাজ্ঞাও জোরদার করছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে আমাদের একতরফাভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আর কোনো যুক্তি নেই।
আজকের বাজার/লুৎফর রহমান