ট্রাম্পকে ভাইরাস সম্পর্কে বারংবার সতর্ক করা হয়েছিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনা ভাইরাসের ভয়াবহতাসম্পর্কে বারংবার সতর্ক করা হয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গোয়েন্দা ব্রিফিংকালে তাকে এ বিষয়ে সতর্ক করা হয়।

ওয়াশিংটন পোস্টের সোমবারের খবরে এ কথা বলা হয়েছে।
প্রেসিডেন্টের ‘ডেইলি ব্রিফ’ হিসেবে পরিচিত ব্রিফিংয়ে এক ডজনেরও বেশি গোপন বার্তায় ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল। অথচ ওই সময়ে ট্রাম্প মহামারি কোভিড-১৯ এর হুমকি উড়িয়ে দিচ্ছিলেন।

নাম প্রকাশ না করে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য পোস্ট জানায়, বিশ্বের রুত্বপূর্ণ ইস্যু ও নিরাপত্তা সংক্রান্ত হুমকির বিষয়গুলোতে প্রতিদিনের গোপনীয় সারসংক্ষেপে এসব সতর্কবার্তা অন্তর্ভূক্ত ছিল। কিন্তু কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানান,প্রেসিডেন্ট এসব সারসংক্ষেপ পড়তেন না এবং মুখে বললেও তিনি ক্ষিপ্ত হতেন। এর ফলে মহামারি ঠেকাতে পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তার সরকার।

ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন জানুয়ারির শেষে। তিনি অধিকাংশ সময় মহামারির হুমকিকে খাটো করার কাজে ব্যয় করেন। এছাড়া ট্রাম্প মার্চের ১৩ তারিখের আগ পর্যন্ত

দেশব্যাপী জরুরি অবস্থা জারিরও ঘোষণা দেননি।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে সোমবার রাত পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৪৪ জন। সংক্রমিত হয়েছে ৯ লাখ ৮৮ হাজার ১৯৭ জন।