মার্কিন প্রতিনিধি পরিষদ ক্যাপিটল ভবনে হামলায় মদদ দেয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে অভিশংসন সংক্রান্ত একটি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে সিনেটে উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রেসিডেন্টকে অভিশংসনে এ ধরনের প্রতিবেদন সিনেটে উপস্থাপন করা হলো। খবর এএফপি’র।
বিধি অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নয়জন অভিশংসন ব্যবস্থাপক ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলা চালানোর ঘটনায় কংগ্রেসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে অভিশংসন প্রতিবেদন সিনেট সেক্রেটারির কাছে জমা দেন।
ট্রাম্পের বিরুদ্ধে সিনেট ট্রায়াল আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে।