মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের অফিসে তল্লাশি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী দলের প্রধান রবার্ট মুলারের নির্দেশে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।
অভিযানে মাইকেল কোহেনের সাথে তার মক্কেলদের কথোপকথোনের বিভিন্ন নথি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠে , নিজের আইনজীবীর মাধ্যমে এক পর্ন তারকাকে অর্থ দিয়েছেন তিনি। এ সংক্রান্ত নথিও এফবিআই জব্দ করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
এদিকে, এই অভিযানে মর্যাদাহানি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা বলেও মন্তব্য করেছেন তিনি।
আজকের বাজার/আরজেড