ট্রাম্পের কারণে বিশ্বে আমরা শত্রুতে পরিণত হয়েছি: ওবামা

মহামারী কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্পের নেয়া ব্যবস্থাগুলোকে চরম বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা। ট্রাম্পের শাসনামলে আইনের শাসন চরমঝুঁকিতে আছে বলেও মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরা ও সিএনএনের।

বারাক ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে সম্প্রতি এসব মন্তব্য করেন।

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এযাবৎকালের সবচেয়ে কঠোর বিষোদগার করে ওবামা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা স্বার্থপরতা ও বিভাজনের সংস্কৃতি, জাতিগত দ্বন্দ্ব এবং অন্যকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু এখন এসবই যুক্তরাষ্ট্রের জনজীবনে বড় আকার ধারণ করেছে।

ডেমোক্র্যাট পার্টির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন– এ মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের বস্তুনিষ্ঠ কোনো পরিকল্পনা নেই।