ট্রাম্পের ছোট ভাই মারা গেছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট মারা গেছেন। ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে এ কথা জানান ট্রাম্প।
অসুস্থ রবার্ট নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তিনি শনিবার মারা যান। তবে তিনি কি ধরণের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমার চমৎকার ভাই রবার্ট আজ রাতে শান্তিপূর্ণভাবে আমাদের ছেড়ে চলে গেছেন।’
তিনি আরো বলেন, ‘সে কেবল আমার ভাই ছিল না, ছিল সবচেয়ে ভালো বন্ধু। তাকে আমি ভীষণভাবে মিস করবো। কিন্তু আমরা আবার মিলিত হবো। তার স্মৃতি আমার হৃদয়ে চির জাগরূক থাকবে।’
ট্রাম্প শুক্রবার হাসপাতালে ভাইকে দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন।
মার্কিন সংবাদ মাধ্যম রবার্ট ট্রাম্পের মারাত্মক অসুস্থতার খবর প্রকাশ করলেও তিনি কি অসুখে ভুগছিলেন তা জানায়নি।
বড় ভাই ট্রাম্পের চেয়ে কম পরিচিত বরার্ট ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসার সাথে তিনি দীর্ঘকাল যুক্ত এবং বড় ভাইয়ের প্রতি একান্ত অনুগত ছিলেন।
ট্রাম্প ভাইকে চমৎকার উল্লেখ করে বলেন, জীবনের প্রথম দিন থেকেই তাদের মাঝে অত্যন্ত সুসম্পর্ক ছিল।