ট্রাম্পের ডাকে সাড়া দিবেন কিম জং উন

পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।খবর: বিবিসির

তবে বৈঠকের স্থান ও তারিখ এখনও ঠিক হয়নি।প্রস্তুতি হিসেবে দুই দেশের গোয়েন্দারা কয়েকদফা বৈঠক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

ধারণা করা হচ্ছে, এ বছর মে মাসেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই প্রথম ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় নেতার বৈঠক হতে যাচ্ছে।

এদিকে এ বৈঠক না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার উপর অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আজকের বাজার/আরজেড