মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি আশা করছেন আগামী এপ্রিল মাস নাগাদ আমেরিকার সকল নাগরিকের জন্য যথেষ্ট পরিমাণে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন করা যাবে।
তিনি বলেন, এ বছরের শেষের দিকে অনুমোদনের পর দ্রুত প্রথম দফার ভ্যাকসিনগুলো বিতরণ করা হবে। খবর এএফপি’র।
মানোন্নয়ন ও ট্রায়ালের চূড়ান্ত ধাপে থাকা এমন তিনটি ভ্যাকসিনের ‘ঐতিহাসিক অগ্রগতির’ কথা দাবি করে ট্রাম্প বলেন, এ বছরের শেষ নাগাদ কমপক্ষে ১০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা হবে।
তিনি আরো বলেন, ‘প্রতি মাসে কয়েকশ’ কোটি ডোজ ভ্যাকসিন সহজলভ্য করা হবে। আমরা আশা করছি এপ্রিল মাস নাগাদ সকল মার্কিন নাগরিকের জন্য যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করা হবে।’