মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। মঙ্গলবার হোয়াইট হাউসে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এ ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার পর তিনি এমন কথ বললেন। খবর এএফপি’র।
সৌদি আরব বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পথ অনুসরণ করবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি তা মনে করি। বিষয়টি নিয়ে আমি সৌদি আরবের বাদশাহ’র সঙ্গে কথা বলেছি।’
তিনি আরো বলেন, ‘যথা সময়ে’ তা জানা যাবে। ট্রাম্প বলেন, ‘আমি মনেকরি আরো সাত বা আট অথবা নয়টি দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে।’