জাতিসংঘে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘মধ্যযুগীয়’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “ট্রাম্পের বক্তব্য মধ্যযুগীয় চিন্তাধারা থেকে উৎসারিত। এ বক্তব্য একবিংশ শতাব্দীর চিন্তা-চেতনাকে ধারণ করে না বলে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো অর্থহীন।”
ট্রাম্প ইরানের জনগণের প্রতি সহানুভুতি দেখানোর যে ভান করেছেন তা দিয়ে ইরানি জাতিকে ধোঁকা দেয়া যাবে না বলেও উল্লেখ করেন জাওয়াদ জারিফ। এ বক্তব্যকে তিনি আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে ইরানকেও আক্রমণ করে বক্তব্য রাখেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা তাঁর প্রশাসনের জন্য ‘বিব্রতকর পরিস্থিতি’ তৈরি করেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ তৎপরতা চালাচ্ছে তেহরান। আমেরিকার পুরনো দাবির পুনরাবৃত্তি করে ট্রাম্প অভিযোগ করেন, ইরান সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের কিছুক্ষণ পর এ বক্তব্যকে ‘ধোঁকাবাজি’ হিসেবে উল্লেখ করে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য আমেরিকাকে আরো বেশি একঘরে করে ফেলবে।
মার্কিন প্রেসিডেন্টের এ ‘জঘন্য’ বক্তব্য প্রমাণ করে তিনি ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে তেহরানের উল্লেখযোগ্য ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন বলেও মন্তব্য করেন জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যে দেশটি ইহুদিবাদী ইসরাইলের মতো জঘন্য অপরাধী সরকারকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা দেয়, সে দেশের প্রেসিডেন্টের এ ধরনের বক্তব্য আমেরিকাকে আগের চেয়ে আরো বেশি একঘরে ও কোনঠাসা করে ফেলবে।”
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ২০ সেপ্টেম্বর ২০১৭