ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের ডজন খানেক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। তারা বলেছে সংগঠিত ঘৃণার বিরুদ্ধে সামাজিক মাধ্যমের নীতি লঙ্ঘন করেছে ঐ বিজ্ঞাপনগুলি।
ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান ন্যাথানিয়েল গ্লিচার বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিকে বলেন, “আমরা এমন প্রতীক অনুমোদন করি না যা ঘৃণ্য সংগঠন বা ঘৃণ্য মতাদর্শের প্রতিনিধিত্ব করে।
“এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা এই ক্ষেত্রে এটাই দেখেছি, এবং যে কোন জায়গায় এই প্রতীক ব্যবহার করা হবে আমরা একই পদক্ষেপ গ্রহণ করবো।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের প্রচারণা রচিত “এন্টিফা বন্ধ” বিজ্ঞাপন নিয়ে দিনের শুরুতে টুইটারে বিতর্কের সূত্রপাত ঘটে। একটি উদারনৈতিক ইহুদী এডভোকেসি গ্রুপ উল্লেখ করেছে যে বিজ্ঞাপনের লাল উল্টানো ত্রিভুজ একসময় কনসেনট্রেশন ক্যাম্পে রাজনৈতিক বন্দীদের চিহ্নিত করার জন্য নাৎসিরা ব্যবহার করত।
হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার এই বিষয়টি ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার কথা উল্লেখ করে ভিওএ-কে বলেন, “এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। ফেসবুকের এই বিজ্ঞাপন, যা ১০ লক্ষেরও বেশি ব্যবহারকারী দেখেছে, প্রেসিডেন্টের একাউন্ট, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একাউন্ট এবং ট্রাম্পের প্রচারাভিযান একাউন্টে প্রকাশ করা হয়।