সাবেক ইলিনয় কংগ্রেসম্যান রেডিও টক শো হোস্ট জো ওয়ালশ রিপাব্লিকান দল থেকে ২০২০ সালের ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার চেষ্টা করবেন বলে ঘোষণা করেছেন।
৫৭ বছর বয়সী ওয়ালশ এবিসি নিউজে সাক্ষাৎকারে বলেন, আমি প্রার্থীতার চেষ্টা করছি কারন ডনাল্ড ট্রাম্প যোগ্য নন”। ডনাল্ড ট্রাম্পকে তিনি অপদার্থ, ধর্মান্ধ, আত্মমগ্ন, বলে মন্তব্য করেন।
ওয়ালশ বলেন, “কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, একটি বিকল্প থাকতে হবে”।
ট্রাম্পের গ্রহনযোগ্যতা এখন জাতীয় হারে ৪০ শতাংশ এবং রিপাব্লিকান ভোটারদের মধ্যে ৮০ শতাংশ।
২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠতব্য প্রেসিডেন্ট নির্বাচনে, ডেমোক্রেটিক দল থেকে প্রায় ২ ডজন প্রার্থী হবার চেষ্টা করছেন। রিপাব্লিকান দল থেকে ওয়ালশ হচ্ছেন ডনাল্ড ট্রাম্পকে চ্যালঞ্জ করা দ্বিতীয় প্রার্থী। এর আগে গত এপ্রিলে সাবেক ম্যাসাচুসেটস গভর্ণর বিল ওয়েল্ড রিপাব্লিকান দল থেকে প্রার্থী হবার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, কিন্তু তেমন সমর্থন পান নি।
ওয়ালশ মন্তব্য করেছেন ট্রাম্পের ক্রোধে দেশবাসী ক্লান্ত। সে একটি শিশু।
আজকের বাজার/লুৎফর রহমান