যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কিম কার্দাশিয়ান। কারাবন্দি এক নারীর মুক্তির বিষয় নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। অ্যালিস ম্যারি জনসন নামে ওই নারীর বয়স ৬৩ বছর।
মাদকের একটি মামলায় অভিযুক্ত হয়ে তিনি দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি রয়েছেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রথম জনসনের বিষয়ে জানতে পারেন কিম কার্দাশিয়ান। এরপর তিনি বিষয়টি নিয়ে তার আইনজীবীর সঙ্গে কথা বলেন।
বিবিসি জানায়, মাদক বিক্রেতা ও পরিবেশকদের কাছে বার্তা প্রেরণের অভিযোগে ১৯৯৬ সালে আটক হন জনসন। পরে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
রাসেল/